37
দায়ূদের একটি গীত।
1 অন্যায়কারীদের জন্য বিরক্ত হয়ো না;
যারা অন্যায় করে তাদের প্রতি হিংসা করো না।
2 কারণ তারা ঘাস হিসাবে শীঘ্রই শুকিয়ে যাবে
এবং সবুজ গাছের মত শুকিয়ে যাবে।
3 সদাপ্রভুুতে নির্ভর কর
এবং যা ন্যায্য তাই কর; দেশের মধ্যে বাস কর
এবং বিশ্বস্ততা চারণভূমি উপভোগ কর।
4 আর সদাপ্রভুুতে আনন্দিত হও
এবং তিনি তোমার হৃদয়ের ইচ্ছা পূর্ণ করবেন।
5 তোমার গতি সদাপ্রভুুতে অর্পণ কর;
তাঁর উপর নির্ভর কর
এবং তিনি তোমার পক্ষে কাজ করবেন।
6 তোমার ন্যায়বিচার আলোর মত
এবং তিনি দুপুরে তোমার নির্দোষীতা প্রকাশ করবেন।
7 সদাপ্রভুুর সামনে নিরব হও
এবং ধৈর্য ধরে তাঁর জন্য অপেক্ষা কর।
যে কেউ তার মন্দ পথে সফল হয় ও
যদি কোন মানুষ খারাপ চক্রান্ত করে,
তার প্রতি বিরক্ত হয়ো না।
8 রাগ এবং হতাশা থেকে বিরত হও। চিন্তা কর না;
এটি শুধুমাত্র কষ্ট দেয়।
9 অপরাধীদের কেটে ফেলা হবে,
কিন্তু যারা সদাপ্রভুুর অপেক্ষা করে,
তারা দেশে উত্তরাধিকারী হবে।
10 কিছুক্ষণ পরে দুষ্ট লোক অদৃশ্য হয়ে যাবে,
তুমি তার জায়গায় দিকে তাকাবে,
কিন্তু সে আর নেই।
11 কিন্তু বিনয়ীরা দেশের উত্তরকারী হবে
এবং মহা সমৃদ্ধির মধ্যে আনন্দিত হবে।
12 দুষ্টলোক ধার্ম্মিকদের বিরুদ্ধে চক্রান্ত করে
এবং তার বিরুদ্ধে দাঁত ঘর্ষণ করে।
13 প্রভু তাকে উপহাস করবে,
কারণ তিনি দেখেন তার দিন আসছে।
14 দুষ্টেরা তাদের তলোয়ারগুলো আঁকড়ে ধরেছে
এবং নিপীড়িত ও অভাবগ্রস্তদেরকে নিক্ষেপ করার জন্য তাদের ধনুক বাঁকা করে,
যেন ন্যায়পরায়ণদের হত্যা করতে পারে।
15 তাদের তলোয়ার দিয়ে নিজের হৃদয় বিদ্ধ করে
এবং তাদের ধনুক ভেঙে যাবে।
16 ধার্ম্মিকদের অল্প সম্পত্তি ভালো,
অনেক দুষ্ট লোকের প্রচুর ধনসম্পদের থেকে ভালো।
17 কারণ দুষ্ট লোকেদের অস্ত্র ভাঙ্গা হবে,
কিন্তু সদাপ্রভুু ধার্মিক লোকেদের সমর্থন করেন।
18 সদাপ্রভুু ধার্ম্মিকদের দিন গুলো জানেন
এবং তাদের উত্তরাধিকার চিরকাল থাকবে।
19 তারা খারাপ দিন ও লজ্জিত হবে না। যখন দূর্ভিক্ষ আসে,
তখনও তাদের খাবার যথেষ্ট থাকবে।
20 কিন্তু মন্দ লোকেরা বিনষ্ট হবে।
সদাপ্রভুুর শত্রুরা চারণভূমির গৌরবের মত হবে;
তারা ধোঁয়ার মত উপরে অদৃশ্য হয়ে যাবে।
21 দুষ্টলোকেরা ঋণ নেয় কিন্তু পরিশোধ করে না,
কিন্তু ধার্মিক লোক উদার ও দানশীল।
22 যারা ঈশ্বরের দ্বারা আশীর্বাদপ্রাপ্ত হয় তারা দেশের উত্তরাধিকারী হবে,
কিন্তু যারা তাকে অভিশাপ দেয় তাদের কেটে ফেলা হবে।
23 সদাপ্রভুুর মাধ্যমেই মানুষের সমস্ত পদক্ষেপ প্রতিষ্ঠিত হয়,
সেই ব্যক্তির পথ ঈশ্বরের দৃষ্টিতে প্রশংসনীয় হয়।
24 যদিও সে হোঁচট খায়, সে নিচে পরে যাবে না,
কারণ সদাপ্রভুু তাঁর হাতের দ্বারা তাকে ধরে রাখবেন।
25 আমি যুবক ছিলাম এবং এখন বৃদ্ধ হয়েছি,
আমি ধার্মিক ব্যক্তিকে পরিত্যক্ত হতে বা
তার সন্তানদের রুটির জন্য ভিক্ষা করতে দেখিনি।
26 সে সমস্ত দিন করুণা করে এবং ধার দেয়
এবং তার সন্তানরা আশীর্বাদ পায়।
27 তুমি মন্দ থেকে দূরে যাও
এবং যা সঠিক তা কর,
তাহলে তুমি চিরকাল নিরাপদে থাকবে।
28 কারণ সদাপ্রভুু ন্যায়বিচার ভালোবাসেন
এবং তাঁর বিশ্বস্ত অনুসরণকারীদের পরিত্যাগ করেন না।
তাদের চিরকাল রক্ষা করা হবে,
কিন্তু দুষ্টদের বংশধরদের কেটে ফেলা হবে।
29 ধার্ম্মিকেরা দেশের উত্তরাধিকারী হবে
এবং চিরকাল সেখানে বাস করবে।
30 ধার্ম্মিকদের মুখ জ্ঞানের কথা বলে
এবং তাদের জিহ্বা ন্যায়বিচারের কথা বলে।
31 ঈশ্বরের বিচার তার হৃদয়ের মধ্যে আছে;
তার পা পিছলাবে না।
32 দুষ্টলোক ধার্মিক ব্যক্তির প্রতি লক্ষ্য রাখে
এবং তাকে হত্যা করতে চায়।
33 সদাপ্রভুু তাকে দুষ্ট লোকেদের হাতে ছেড়ে দেবেন না,
বিচারের দিন ও তাকে দোষী করবেন না।
34 সদাপ্রভুুর জন্য অপেক্ষা কর
এবং তাঁর পথে চল ও
তিনি তোমাকে দেশের উত্তরাধীকারের জন্য উন্নত করবেন;
দুষ্টদের কেটে ফেলা হবে তুমি তা দেখতে পাবে।
35 আমি মহান ক্ষমতার সাথে দুষ্টকে দেখেছি,
উত্পত্তি স্থানের মাটিতে একটি সবু* লেবাননের এরস গাছ জ গাছের মত ছড়িয়ে পড়ে।
36 কিন্তু আমি সেই পথে আবার যখন গেলাম,
সে সেখানে ছিল না, আমি পা† সে চলে গিয়েছিল শ দিয়ে গেলাম,
কিন্তু তাকে পাওয়া গেল না।
37 ন্যায়নিষ্ঠ মানুষকে মান্য কর
এবং ন্যায়পরায়ণতা চিহ্নিত কর;
শান্তি প্রিয় ব্যক্তির শেষ ফল আছে।
38 পাপীরা সংপূর্ণ ধ্বংস হয়ে যাবে;
দুষ্ট লোককে ভবিষ্যতে কেটে ফেলা হবে।
39 ধার্ম্মিকদের পরিত্রান সদাপ্রভুুর থেকে আসে;
তিনি কষ্টের দিন তাদের রক্ষা করেন।
40 সদাপ্রভুু তাদের সাহায্য করবেন
এবং তাদের উদ্ধার করবেন।
তিনি মন্দ লোকেদের থেকে তাদের রক্ষা করেন
এবং তাদের উদ্ধার করেন,
কারণ তারা তাঁর আশ্রয় নিয়েছেন।