গীত 60
সংগীত পরিচালকের জন্য। দাউদের মিকতাম* 60:0 সম্ভবত সাহিত্যের বা সংগীতের একটি প্রতিশব্দ। যখন অরাম-নহরয়িমের এবং অরাম-সোবার সঙ্গে তার যুদ্ধ হয় এবং যোয়াব যখন ফিরে এসে লবণ উপত্যকায় বারো হাজার ইদোমীয়দের হত্যা করেছিলেন, তখন দাউদ এই শিক্ষামূলক গীতটি রচনা করেন। সুর: “নিয়মের কমল।”
হে ঈশ্বর, তুমি আমাদের পরিত্যাগ করেছ আর আমাদের প্রতিরক্ষা ভগ্ন করেছ;
তুমি ক্রুদ্ধ হয়েছ—এবার আমাদের পুনরুদ্ধার করো!
তুমি আমাদের দেশ ঝাঁকিয়ে তুলেছ এবং বিদীর্ণ করেছ,
দেশের ভাঙনের প্রতিকার করো কারণ দেশ কাঁপছে।
তুমি তোমার প্রজাদের দুর্দশার সময় দেখিয়েছ,
তুমি আমাদের এমন সুরা দিয়েছ যাতে আমরা টলমল হয়েছি।
কিন্তু যারা তোমাকে সম্ভ্রম করে, তুমি তাদের জন্য একটি পতাকা তুলেছ,
যেন তা সত্যের পক্ষে তুলে ধরা যায়।
 
তোমার ডান হাত দিয়ে তুমি আমাদের রক্ষা করো ও সাহায্য করো,
যেন তারা উদ্ধার পায় যাদের তুমি ভালোবাসো।
ঈশ্বর তাঁর পবিত্রস্থান থেকে কথা বলেছেন:
“জয়ধ্বনিতে আমি শিখিম বিভক্ত করব,
সুক্কোতের উপত্যকা আমি পরিমাপ করে দেব।
গিলিয়দ আমার, ও মনঃশিও আমার;
ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ,
যিহূদা আমার রাজদণ্ড।
মোয়াব আমার হাত ধোয়ার পাত্র,
ইদোমের উপরে আমি আমার চটি নিক্ষেপ করব;
ফিলিস্তিয়ার উপরে আমি জয়ধ্বনি করব।”
 
কে আমাকে সুরক্ষিত নগরের মধ্যে নিয়ে যাবে?
কে ইদোম পর্যন্ত আমাকে পথ দেখাবে?
10 হে ঈশ্বর, তুমি কি এখন আমাদের ত্যাগ করেছ?
তুমি কি আমাদের সৈন্যদলের সাথে আর যাবে না?
11 আমাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করো,
কারণ মানুষের সাহায্য নিষ্ফল।
12 ঈশ্বরের সাথে আমরা জয়লাভ করব,
এবং তিনি আমাদের শত্রুদের পদদলিত করবেন।

*^ 60:0 সম্ভবত সাহিত্যের বা সংগীতের একটি প্রতিশব্দ