5
প্রেমিক
মম ভগিনী, মম বধূ, আমি এসেছি আমার কাননে;
আমার গন্ধরস ও আমার সুগন্ধি সঙ্গে এনেছি।
আমি আমার মধু ও আমার মধুর চাক চুষেছি,
আমার দ্রাক্ষারস এবং আমার দুধ পান করেছি।
বান্ধবীদের দল
হে বন্ধুরা, আহার করো এবং পান করো;
আকণ্ঠ তোমাদের প্রেমসুধা পান করো।
প্রেমিকা
আমি ঘুমাচ্ছিলাম কিন্তু আমার হৃদয় জেগে ছিল।
ওই শোনো! আমার প্রেমিক দরজায় করাঘাত করছেন:
“দরজা খোলো, আমার ভগিনী, আমার প্রিয়া,
আমার কপোত, আমার নিখুঁত সৌন্দর্য।
আমার মস্তক শিশিরে ভিজে গেছে,
রাতের আর্দ্রতায় সিক্ত হয়েছে আমার কেশরাশি।”
আমি তো আমার অঙ্গাবরণ খুলে ফেলেছি—
তা কি আবার আমায় পরিধান করতে হবে?
আমার দুই পা ধুয়েছি—
তা কি আবার ধূলিমলিন করব?
আমার প্রেমিক দুয়ারের ছিদ্র দিয়ে অর্গল খোলার জন্য তাঁর হাত বাড়ালেন;
তাঁর জন্য আমার হৃৎস্পন্দনের গতি বাড়তে শুরু করল।
আমার প্রেমিকের জন্য দরজা খোলার জন্য আমি উঠলাম,
আর দরজার অর্গলে লেগে থাকা গন্ধরসে আমার দু-হাত ভিজে গেল,
তরল গন্ধরসে আমার আঙুলগুলি সিক্ত হল।
আমার প্রেমিকের জন্য আমি দরজা খুললাম, কিন্তু আমার প্রেমিক ফিরে গেছেন,
চলে গেছেন তিনি।
তাঁর প্রস্থানে আমার হৃদয় ম্রিয়মাণ হয়ে গেল।
তাঁকে কত খুঁজলাম,
কিন্তু কোথাও তাঁর দেখা পেলাম না,
তাঁকে কত ডাকলাম,
কিন্তু তিনি সাড়া দিলেন না।
নগররক্ষীরা পাহারা দেবার সময় দেখতে আমাকে পেল।
ওরা আমাকে প্রহার করল,
ক্ষতবিক্ষত করল;
পাঁচিলের ধারের ওই নগররক্ষীগুলি আমার কাপড়জামাও ছিনিয়ে নিল!
হে জেরুশালেমের কন্যারা, আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি,
তোমরা যদি আমার প্রেমিকের দেখা পাও, তাহলে,
কী বলবে তাঁকে? বলবে যে,
তাঁর প্রেমে আমি অচৈতন্যপ্রায়।
বান্ধবীদের দল
হে পরমাসুন্দরী,
অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কী কারণে অনন্য?
আমাদের যে তুমি এত দিব্যি দিচ্ছ,
অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কী কারণে অসাধারণ?
প্রেমিকা
10 আমার প্রেমিক দীপ্যমান ও রক্তিম,
দশ হাজার জনের মধ্যেও সেরা।
11 তাঁর মস্তক খাঁটি সোনার মতো;
তাঁর কেশ কোঁকড়ানো ও দাঁড়কাকের মতো কুচকুচে কালো।
12 তাঁর নয়নযুগল যেন জলস্রোতের তীরের কপোত,
যারা দুগ্ধস্নাত ও অলংকারখচিত মণির মতো।
13 তাঁর কপোল সুগন্ধি মশলার কেয়ারির মতো সুবাসিত।
তাঁর ওষ্ঠাধর লিলিফুলের মতো, যা গন্ধরসের সৌরভ ছড়ায়।
14 তাঁর বাহুযুগল বৈদূর্যমণিতে খচিত সোনার আংটির মতো;
তাঁর দেহ নীলকান্তমণিতে খচিত মসৃণ গজদন্তের মতো।
15 তাঁর ঊরুদ্বয় খাঁটি সোনা দিয়ে তৈরি
তলদেশের উপরে বসানো মার্বেল পাথরের স্তম্ভ।
তাঁর আকৃতি লেবাননের মতো,
উৎকৃষ্ট সিডার গাছের মতো।
16 তাঁর মুখের নিজস্ব মাধুর্য আছে;
সব মিলিয়ে তিনি ভারী সুন্দর।
হে জেরুশালেমের কন্যারা,
ইনিই আমার প্রেমিক, ইনিই আমার বন্ধু।